Arin Basu on Nostr: এমনিতে সিস্টেমটা খুব সহজ, আমি ...
এমনিতে সিস্টেমটা খুব সহজ, আমি যখন প্রথম শুরু করেছিলাম , আমারও খুব গুলিয়ে যাচ্ছিল, এতটাই যে, এমনকি আমি #ফেডিভারসে গিয়ে লিখে এলাম এ আমার পছন্দের নয়। কিন্তু পরে দেখলাম এ এক দারুণ সিস্টেম করেছে।
ব্যাপারটা পুরোটাই আপনার client আর relay র খেলা।
আপনি মোবাইল, বা ব্রাউজার, যেখানেই হোক, একটি অ্যাপ ইনস্টল করুন, তাতে দেখবেন আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে iris.to দিয়ে শুরু করেছি এবং মাঝে মাঝে ব্যবহার করি বটে, তবে আমার মনে হয় অন্যান্য কয়েকটি অ্যাপ আরো ভাল, যেমন
coracle.social
(https://coracle.social/login)
সবার আগে একটা ব্রাউজার অ্যাপ ডাউনলোড করুন।
আপনি যদি গুগল ক্রোম বা ক্রোমিয়াম টাইপের ব্রাউজার ব্যবহার করেন, তাহলে Flamingo (https://www.getflamingo.org/) নামের অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন, নাহলে আপনি যদি Firefox ব্যবহার করেন, তাহলে অবশ্য nox2x-fox (https://addons.mozilla.org/en-US/firefox/addon/nos2x-fox/) এইটাই পাবেন।
ব্রাউজার অ্যাপ ডাউনলোড করে অ্যাপটায় আপনার একাউন্টের পাসওয়ার্ড মানে `nsec1...` দিয়ে যে সিক্রেট কি, সেইটে লোড করে নিন।
তারপর, ব্রাউজারে coracle.social এ লগ ইন করুন। দেখবেন আপনি যাদের ফলো করছেন তাদের সমস্ত পোস্ট পড়তে পারবেন, লিস্ট তৈরী করতে পারবেন, ইত্যাদি।
তবে এটা শুরু, আসল ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে আপনার relay গুলোকে ব্যবহার করবেন।
একটা মত হল, যত বেশী রিলে পারবেন তাতে সাবস্ক্রাইব করুন, তাতে আপনার লেখা তত বেশী ক্লায়েনটের কাছে ছড়িয়ে যাবে। আর আপনিও প্রচুর লোকের পোস্ট দেখতে পাবেন।
ব্যাপারটা এইরকম: আমি আর আপনি যদি একই রিলেতে লিখি/পড়ি, তাহলে আপনি আমার আর আমি আপনার লেখাগুলো দেখতে পাব | সেটা না হলে (মানে ধরুন আমার আর আপনার মধ্যে একটাও common relay নেই), আমি আপনি আমাদের কারো কোন লেখা পড়তে পারব না।
আরো একটা ব্যাপার আছে।
এই ক্লায়েন্ট একেকটা কমপিউটারে একেকটা ব্রাউজারে আপনাকে নিজে সেট করে নিতে হবে। না হলে দেখবেন একেকটা জায়গায় একেকরকমের ফিড আসবে, :-)
এই ব্যাপারটা আপনি নানারকম ভাবে ব্যবহার করতে পারেন।
ব্যাপারটা পুরোটাই আপনার client আর relay র খেলা।
আপনি মোবাইল, বা ব্রাউজার, যেখানেই হোক, একটি অ্যাপ ইনস্টল করুন, তাতে দেখবেন আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে iris.to দিয়ে শুরু করেছি এবং মাঝে মাঝে ব্যবহার করি বটে, তবে আমার মনে হয় অন্যান্য কয়েকটি অ্যাপ আরো ভাল, যেমন
coracle.social
(https://coracle.social/login)
সবার আগে একটা ব্রাউজার অ্যাপ ডাউনলোড করুন।
আপনি যদি গুগল ক্রোম বা ক্রোমিয়াম টাইপের ব্রাউজার ব্যবহার করেন, তাহলে Flamingo (https://www.getflamingo.org/) নামের অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন, নাহলে আপনি যদি Firefox ব্যবহার করেন, তাহলে অবশ্য nox2x-fox (https://addons.mozilla.org/en-US/firefox/addon/nos2x-fox/) এইটাই পাবেন।
ব্রাউজার অ্যাপ ডাউনলোড করে অ্যাপটায় আপনার একাউন্টের পাসওয়ার্ড মানে `nsec1...` দিয়ে যে সিক্রেট কি, সেইটে লোড করে নিন।
তারপর, ব্রাউজারে coracle.social এ লগ ইন করুন। দেখবেন আপনি যাদের ফলো করছেন তাদের সমস্ত পোস্ট পড়তে পারবেন, লিস্ট তৈরী করতে পারবেন, ইত্যাদি।
তবে এটা শুরু, আসল ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে আপনার relay গুলোকে ব্যবহার করবেন।
একটা মত হল, যত বেশী রিলে পারবেন তাতে সাবস্ক্রাইব করুন, তাতে আপনার লেখা তত বেশী ক্লায়েনটের কাছে ছড়িয়ে যাবে। আর আপনিও প্রচুর লোকের পোস্ট দেখতে পাবেন।
ব্যাপারটা এইরকম: আমি আর আপনি যদি একই রিলেতে লিখি/পড়ি, তাহলে আপনি আমার আর আমি আপনার লেখাগুলো দেখতে পাব | সেটা না হলে (মানে ধরুন আমার আর আপনার মধ্যে একটাও common relay নেই), আমি আপনি আমাদের কারো কোন লেখা পড়তে পারব না।
আরো একটা ব্যাপার আছে।
এই ক্লায়েন্ট একেকটা কমপিউটারে একেকটা ব্রাউজারে আপনাকে নিজে সেট করে নিতে হবে। না হলে দেখবেন একেকটা জায়গায় একেকরকমের ফিড আসবে, :-)
এই ব্যাপারটা আপনি নানারকম ভাবে ব্যবহার করতে পারেন।