Arin Basu on Nostr: (The following text is written in #Bengali language about account creation and use of ...
(The following text is written in #Bengali language about account creation and use of #Nostr)
====
বাংলায় নস্ত্র, সোস্যাল মিডিয়ার এ এক দারুণ অস্ত্র!
আপনার শুধু একটি একাউন্ট তৈরী করলেই হবে, সেটা যেখানেই হোক। ঐ একটি একাউন্টের সঙ্গে মনে রাখবেন তিনটে ব্যাপার:
১) আপনার আইডি আর তার সঙ্গে সমন্বিত NIP05 একসটেনশন, ধরুণ আমার নাম arinbasu@iris.to, আমি iris.to সাইটে গিয়ে আমার আইডি তৈরী করেছি। আপনি অন্য কোথাও করতে পারেন, তিনটে জায়গা (প্রচুর আছে):
* iris.to
* coracle.social
* astral.ninja
https://thebitcoinmanual.com/articles/setup-nostr-account/
এই ওয়েবসাইটটায় ভাল করে একাউন্ট তৈরী বোঝানো হয়েছে, তবে ব্যাপারটা খুব সহজ |
একাউন্ট তৈরীর পর আপনার একটা public key আর একটা private key পাবেন। প্রাইভেট চাবিটিকে পাসওয়ার্ডের মত করে ব্যবহার করবেন, পারতপক্ষে পারলে কপি পেস্ট করবেন না, সেই জন্য এ্যাপ ব্যবহার করলে ভাল হয়। আপনি ব্রাউজারের অ্যাপ, আর ফোনের অ্যাপ, ট্যাবের অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
তবে যে কারণে নস্ত্র আর সবাইকে টেক্কা দিতে পারে, সেইটে একে ব্যবহার করা নিয়ে। এই যে একবার একটা আইডি তৈরী করলেন, এতেই আপনি গোটা নস্ত্রকে ধরতে পারবেন, যে যেখানে যা লিখছেন সব একজায়গায় দেখতে পাবেন, যেখানে খুশী লিখতে পারবেন, সব কিছু সব কিছুর সঙ্গে যুক্ত, এবং সবকিছু আপনার নিয়ন্ত্রণে, মানে আপনি যে ডিভাইসে দেখছেন, সেখানে রাখা থাকে। যার জন্য একটু খেয়াল রাখবেন পাবলিক ডিভাইসে নস্ত্র ব্যবহার না করাই ভাল।
আপনি নস্ত্র ব্যবহার করবেন "ক্লায়েন্টে" (বাংলায় অ্যাপ, ;-) )। ব্রাউজারের ক্লায়েন্ট, আর ফোন/ট্যাবলেটের ক্লায়েন্ট |
ক্লায়েন্ট --> আপনার লেখা/ছবি/ভিডিও --> পাঠাবে Relay তে --> আপনার বন্ধু Relay থেকে তাঁর ক্লায়েন্টে টেনে নেবেন আপনার পাঠানো ছবি/লেখা/কথা | ক্লায়েন্ট আর Relay র খেলা, যার জন্য গোটা ব্যাপারটা এত সহজ আর সোজাসাপটা। আপনি ঠিক করবেন আপনি কি দেখবেন, কোথায় দেখবেন, কিভাবে দেখবেন।
====
বাংলায় নস্ত্র, সোস্যাল মিডিয়ার এ এক দারুণ অস্ত্র!
আপনার শুধু একটি একাউন্ট তৈরী করলেই হবে, সেটা যেখানেই হোক। ঐ একটি একাউন্টের সঙ্গে মনে রাখবেন তিনটে ব্যাপার:
১) আপনার আইডি আর তার সঙ্গে সমন্বিত NIP05 একসটেনশন, ধরুণ আমার নাম arinbasu@iris.to, আমি iris.to সাইটে গিয়ে আমার আইডি তৈরী করেছি। আপনি অন্য কোথাও করতে পারেন, তিনটে জায়গা (প্রচুর আছে):
* iris.to
* coracle.social
* astral.ninja
https://thebitcoinmanual.com/articles/setup-nostr-account/
এই ওয়েবসাইটটায় ভাল করে একাউন্ট তৈরী বোঝানো হয়েছে, তবে ব্যাপারটা খুব সহজ |
একাউন্ট তৈরীর পর আপনার একটা public key আর একটা private key পাবেন। প্রাইভেট চাবিটিকে পাসওয়ার্ডের মত করে ব্যবহার করবেন, পারতপক্ষে পারলে কপি পেস্ট করবেন না, সেই জন্য এ্যাপ ব্যবহার করলে ভাল হয়। আপনি ব্রাউজারের অ্যাপ, আর ফোনের অ্যাপ, ট্যাবের অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
তবে যে কারণে নস্ত্র আর সবাইকে টেক্কা দিতে পারে, সেইটে একে ব্যবহার করা নিয়ে। এই যে একবার একটা আইডি তৈরী করলেন, এতেই আপনি গোটা নস্ত্রকে ধরতে পারবেন, যে যেখানে যা লিখছেন সব একজায়গায় দেখতে পাবেন, যেখানে খুশী লিখতে পারবেন, সব কিছু সব কিছুর সঙ্গে যুক্ত, এবং সবকিছু আপনার নিয়ন্ত্রণে, মানে আপনি যে ডিভাইসে দেখছেন, সেখানে রাখা থাকে। যার জন্য একটু খেয়াল রাখবেন পাবলিক ডিভাইসে নস্ত্র ব্যবহার না করাই ভাল।
আপনি নস্ত্র ব্যবহার করবেন "ক্লায়েন্টে" (বাংলায় অ্যাপ, ;-) )। ব্রাউজারের ক্লায়েন্ট, আর ফোন/ট্যাবলেটের ক্লায়েন্ট |
ক্লায়েন্ট --> আপনার লেখা/ছবি/ভিডিও --> পাঠাবে Relay তে --> আপনার বন্ধু Relay থেকে তাঁর ক্লায়েন্টে টেনে নেবেন আপনার পাঠানো ছবি/লেখা/কথা | ক্লায়েন্ট আর Relay র খেলা, যার জন্য গোটা ব্যাপারটা এত সহজ আর সোজাসাপটা। আপনি ঠিক করবেন আপনি কি দেখবেন, কোথায় দেখবেন, কিভাবে দেখবেন।